বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২০১৯-২০২০ অর্থ বছরের এলজিএসপি’র অর্থায়নে দরিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ জুন সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি বাজারে ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
দরিদ্রদের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখাল। এসময় ইউপি সচিব অর্জিত কুমার সাহা, ইউপি সদস্য আব্দুল মালেক, রেহেনা পারভীনসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।