ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পথসভায় ইসলামপুরের এমপি প্রার্থী সুলতান মাহমুদকে পেয়ে নেতা-কর্মীদের উচ্ছ্বাস ইসলামপুরে কাটাখালি নদী ভাঙনে দিশেহারা শতাধিক পরিবার জামালপুর কমিউনিটির অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদসহ শহর পরিচ্ছন্নতা অভিযান সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষকে রক্তের বন্ধনের শুভেচ্ছা রিডার্স ক্লাবের নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত নকলায় চরাঞ্চলের কৃষকেরা বাণিজ্যিকভাবে পানিফল চাষ করে স্বাবলম্বী মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতির মৃত্যু

বাদশা আলী

বাদশা আলী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতি মারা গেছেন। তার নাম বাদশা আলী (৫০)। ওই হাজতি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করছিলেন। ১৬ জুন সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

জেলা কারাগার ও ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় রাতে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা আলী। পরদিন ২৩ এপ্রিল থেকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। ১৫ জুন রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে ১৬ জুন সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানীর কথা ছিলো বলে জানিয়েছেন তার (বাদশা) আইনজীবী রওশন কবীর আলমগীর।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন জানান, ওই হাজতির শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং হাজতির ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলায় একটি টিউমার ছিল। এবং ওই স্থানে ক্যান্সারের জীবাণু ছিল। যে কারণে একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতির মৃত্যু

আপডেট সময় ১২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
বাদশা আলী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতি মারা গেছেন। তার নাম বাদশা আলী (৫০)। ওই হাজতি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করছিলেন। ১৬ জুন সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

জেলা কারাগার ও ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় রাতে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা আলী। পরদিন ২৩ এপ্রিল থেকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। ১৫ জুন রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে ১৬ জুন সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানীর কথা ছিলো বলে জানিয়েছেন তার (বাদশা) আইনজীবী রওশন কবীর আলমগীর।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন জানান, ওই হাজতির শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং হাজতির ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলায় একটি টিউমার ছিল। এবং ওই স্থানে ক্যান্সারের জীবাণু ছিল। যে কারণে একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।