ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার জামালপুরে মানসম্মত শিক্ষা অর্জনে সিডসের মতবিনিময় সভা জননিরাপত্তাকে আস্থার জায়গায় নিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতির মৃত্যু

বাদশা আলী

বাদশা আলী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতি মারা গেছেন। তার নাম বাদশা আলী (৫০)। ওই হাজতি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করছিলেন। ১৬ জুন সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

জেলা কারাগার ও ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় রাতে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা আলী। পরদিন ২৩ এপ্রিল থেকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। ১৫ জুন রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে ১৬ জুন সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানীর কথা ছিলো বলে জানিয়েছেন তার (বাদশা) আইনজীবী রওশন কবীর আলমগীর।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন জানান, ওই হাজতির শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং হাজতির ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলায় একটি টিউমার ছিল। এবং ওই স্থানে ক্যান্সারের জীবাণু ছিল। যে কারণে একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতির মৃত্যু

আপডেট সময় ১২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
বাদশা আলী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতি মারা গেছেন। তার নাম বাদশা আলী (৫০)। ওই হাজতি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করছিলেন। ১৬ জুন সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

জেলা কারাগার ও ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় রাতে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা আলী। পরদিন ২৩ এপ্রিল থেকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। ১৫ জুন রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে ১৬ জুন সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানীর কথা ছিলো বলে জানিয়েছেন তার (বাদশা) আইনজীবী রওশন কবীর আলমগীর।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন জানান, ওই হাজতির শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং হাজতির ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলায় একটি টিউমার ছিল। এবং ওই স্থানে ক্যান্সারের জীবাণু ছিল। যে কারণে একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।