সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারের ৪ সদস্যসহ আরও ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। ১৬ জুন দিবাগত রাত একটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবের ফলাফল উদ্ধৃত করে ওই তথ্য নিশ্চিত করেন জেলা করোনা ফোকাল পার্সন চিকিৎসক মোবারক হোসেন।
চিকিৎসক মোবারক জানান, ১৬ জুন সকালে বিদ্যুৎ বিভাগের এক কর্মীর মৃত্যু হয়। এরপর ওই মৃত ব্যক্তির পরিবারের পাঁচ সদস্যের করোনা নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনাগুলোর মধ্যে ৪ জন করোনা শনাক্ত হন। এছাড়া আরও পাঁচজন করোনা আক্রান্তের তালিকায় রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯২ জনে। আর করোনা শনাক্তদের মধ্যে ৯৫ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের।