বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষকের দুই শতাধিক ফলজ ও বনজ গাছের চারা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামে।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫ জুন রাতে কে বা কারা প্রায় দুই শতাধিক গাছের চারা ভেঙে ফেলেছে।
চারা গাছের মালিক ও ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিশিরুল ইসলাম জানান, ১৫ জুন রাতে তার একটি বাগানের বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা ভেঙে ফেলা হয়। ১৬ জুন সকালে তিনি তার বাগানে গিয়ে সব চারা গাছ ভেঙে ফেলা দেখতে পান। এতে প্রায় দুই শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও কাঠের গাছের চারা ভেঙে ফেলা হয়। এ ঘটনার পর ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষকের সাথে পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজটি করেছেন।
এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে পরিবেশ ধ্বংসকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হোক।
শিশিরুল ইসলাম জানান, তার আরেকটি কাঠের বাগান রয়েছে, সেটি নিয়েও তিনি দুশ্চিন্তায় রয়েছেন।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সহকারী শিক্ষক শিশিরুল ইসলাম। বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাটির তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।