বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে এক কৃষকের জমি থেকে অবৈধভাবে লক্ষাধিক টাকার তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। ১৫ জুন সকালে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার পাথরের চর গ্রামের কৃষক আবু সাইদ ১৯৯৮ সালে বাঘারচর মৌজার বিআর এস ২২৪৬ নম্বর খতিয়ানে বিআরএস ১১০২২ নম্বর দাগে ৩৬ শতাংশ জমি কিনে চাষাবাদ এবং উত্তর পাশে ইউক্যালিপটাস গাছ লাগান। ১৫ জুন সকালে আব্দুল জব্বার তার লোকজন নিয়ে আবু সাইদের জমি থেকে তিনটি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে আব্দুল জব্বারের লোকজনরা আবু সাঈদের চাচাত ভাই নূর সাঈদকে মারধর করে গুরুতর আহত করেন।এ ঘটনায় আবু সাঈদ ১৭ জুন দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, গাছ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।