লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় ২০১৯-২০ইং অর্থ বছরের পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার, বেড়া ও পরিচর্যা বাবদ টাকা মোবাইল হিসাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
১৬ জুন দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল এই প্রনোদনা বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, উপজেলার ১২টি ইউনিয়নের ৩৮৪ জন প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার, বেড়া ও পরিচর্যা বাবদ এক হাজার ৯৩৫ টাকা করে মোবাইল হিসাবে বিতরণ করা হবে।