শেরপুর সদর হাসপাতালের স্টাফসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর হাসপাতালের স্টাফসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৫ জুন রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের বরাত দিয়ে ওই তথ্য নিশ্চিত করেন করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারি কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।

চিকিৎসক মোবারক বলেন, করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩, নালিতাবাড়ীতে ২ এবং শ্রীবরদী উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে। আর করোনায় আক্রান্তদের মধ্যে ৮৪ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

এখন ৯৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসকদের পরামর্শে কেউ কেউ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। যারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যকের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে বলেন তিনি।