বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া দরিদ্র পরিবারের মাঝে ১৬ জুন প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় সাধুরপাড়া, ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।
সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া মহিলা দাখিল মাদরাসা মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের পক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তা মনজুরুল হক।
এ সময় উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, ইউসুফ হাসান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।