সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রধানমন্ত্রীর সারা দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসাবে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসানের নির্দেশনায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে উপজেলা ছাত্রলীগ। ১৬ জুন সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠ প্রাঙ্গণে দেশীয় ফলজ ও বনজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়।
উপজেলা ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরবের নেতৃত্বে ১৬ জুন সকালে মুক্তিযোদ্ধা সংসদ মাঠে দেশীয় বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। পরে দিনব্যাপী উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে শতাধিক গাছ লাগানো হয়।
এ সময় জুয়েল রানা জিতু, নাছির উদ্দিন স্বপন, আবু সাইম পাঠান, কামরুল হাসান, নাজমুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, সরোয়ার জাহান, তুহিন মিয়া, জিহাদুর রহমান, আজিজুর রহমান, ফজলে রাব্বীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।