লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১৬ জুন দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও সহায়তার চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল। এ সময় ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ধর্মকুড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মধ্যে প্রতি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে সহায়তার চেক দেওয়া হয়।