আবুল কালাম আজাদ জাতিসংঘের বিশেষ দূত হওয়ায় মির্জা আজমের অভিনন্দন

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। ১৪ জুন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন তথ্যটি নিশ্চিত করেন।

জামালপুরের কৃতী সন্তান আবুল কালাম আজাদ জাতিসংঘের বিশেষ দূত মনোনীত হওয়ায় তাকে জামালপুর জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

তিনি জানান, সিভিএফ ম্যানেজিং পার্টনার, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বোর্ড প্রেসিডেন্ট বান কি মুন এবং সিভিএফের প্রেসিডেন্ট শেখ হাসিনা যৌথভাবে এই নিয়োগ দিয়েছেন।

আবুল কালাম আজাদ বিসিএস ’৮২ ব্যাচের কর্মকর্তা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।