আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য, জাতীয় চার নেতার অন্যতম, ক্যাপ্টেন এম মনসুর আলী পুত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের মুখপাত্র, ত্যাগী বর্ষীয়ান জাতীয় নেতা সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই শোক বার্তায় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সাধারণসম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।