মেলান্দহে লাশ উদ্ধার, আটক ৩
মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলায় ফজল হক (৫৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, ১৪ জুন ভোরে মেলান্দহ পৌরসভার শ্যামপুর হাই স্কুলের পাশে টুনু শেখের ছেলে ফজল হকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার শেষে মর্গে পাঠায় পুলিশ।
কয়েকদিন আগে প্রতিবেশী মহির উদ্দিন হুটকুর সাথে মজুরির পাওনা নিয়ে ফজল হকের কথা কাটাকাটি হয়। এ কারণে মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন ফজলের স্বজনরা ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান জানান, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হুটকু (৭০), মজিনা (৪৫) এবং হানা (৬০) কে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।