বাবার অসতর্কতায় ছেলের করুণ মৃত্যু
সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক বছর বয়সী এক শিশু মারা গেছে। ওই শিশুটির নাম আবু রায়হান। ১৩ জুন সন্ধ্যায় উপজেলার পৌরসভার এলাকার কলাপাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার অটোভ্যানচালক সোহেল মিয়া ও রেহেনা বেগমের ছেলে। ১৪ জুন সকালে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শাহ জানান, এ ঘটনাটি পুলিশকে না জানিয়ে ওইদিন রাতেই শিশুটিকে কবর দেওয়া হয়েছে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ জুন বিকেলে শিশুটির বাবা সোহেল মিয়া তার অটোভ্যানটির ব্যাটারি বৈদ্যুতিক চার্জে দিয়ে বাইরে বের হয়ে যান। এমন সময় মা রেহেনা বেগম আবু রায়হানকে ঘরের মেঝেতে খেলতে দিয়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। এদিন খেলার ছলে শিশুটি হামাগুড়ি দিয়ে ব্যাটারিতে চার্জে থাকা বৈদ্যুতিক তার ধরে টান দিলে সে বিদ্যুতায়িত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নকলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
নকলা হাসপাতালের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মজিবর রহমান জানান, এক বছর বয়সের ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নিহতের বাবা সোহেল মিয়া জানান, ছোট শিশু ভেবে ঘটনাটি জানাজানি না করে সন্ধ্যায় কবর দেওয়া হয় রায়হানকে।
এলাকাবাসী বলছেন, বাবার অসতর্কতায় কারণেই ছেলের এমন করুণ মৃত্যু হলো।
বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যুর বিষয়টি জেনেছেন জানিয়ে ওসি বলেন, এ সম্পর্কে এখন পর্যন্ত কেউ থানায় লিখিতভাবে অবহিত করেনি।