মেলান্দহে কৃষকের মরদেহ উদ্ধার
মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রাম থেকে রিপন মিয়া (৩৮) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ সন্তানের জনক রিপন খাশিমারা গ্রামের ফুলু মিয়ার ছেলে।
১২ জুন সকালে খাশিমারা গ্রামের আলতাফুরের বাড়ির পাশে একটি গাছের সাথে রিপনের মরদেহ ফাঁসিতে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মাহমুদপুর তদন্ত কেন্দের পুলিশ ঘটনাস্থলে পৌছে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে।
রিপন প্রায় এক বছর যাবৎ পেট ব্যথা, বাত ব্যাথা ও মানসিক রোগে ভোগছিলেন। বিভিন্ন চিকিৎসা করেও কোন ফল না পাওয়া যাওয়ার ফলে আত্মহত্যা করতে পারে বলে জানান স্বজনরা।
স্ত্রী আনোয়ারা বেগম (৩২) রোগের কথা স্বীকার করে বলেন, গতকাল বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় অনেক খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। সকালে খবর পেয়ে এখানে এসে লাশ দেখতে পাই।
মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।