বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশুনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন স্কুল চালু ও পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনলাইন স্কুল ও পাঠদান শুরু করা হয়।
১১ জুন দুপুর ১টায় উপজেলা পরিষদে অনলাইন স্কুল চালু ও পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উদ্বোধনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগমসহ অনলাইন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনলাইন স্কুলে প্রতিদিন ফেসবুক পেজে লাইভের মাধ্যমে শিক্ষকরা বিষয় ভিত্তিক পাঠদান করাবেন। এতে করে শিক্ষার্থীরা পাঠদানের মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।