নকলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নকলায় কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএনটিপি-২) এর আওতায় সিআইজি সমিতিভুক্ত কৃষক ও কৃষাণীদের বিশেষায়িত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ জুন দিনব্যাপী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সামাজিক দূরুত্ব বজায় রেখে ৬০ জন কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।

এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামারবাড়ি ঢাকা’র পরিচালক, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং কৃষিবিদ মো. আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিখিণ চন্দ্র সেন ও শেরপুরের খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম ও মো. ফারুক আহম্মেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনএনটিপি-২ প্রকল্পের আওতায় দুটি ভেন্যুতে ৬০জন সিআইজি সমিতিভুক্ত কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।