নকলায় শেখ মুজিব ম্যুরাল নির্মাণ কাজ শুরু
শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ মুজিব ম্যুরালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১০ জুন সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এ ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, ফরিদা ইয়াসমীন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান সুজা, শওকত হোসেন খান মুকুলসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থত ছিলেন।
উপজেলা পরিষদের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ম্যুরাল নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে জানা যায়।