বকশীগঞ্জ কৃষি ব্যাংক লকডাউন ঘোষণা, ১১ জনের নমুনা সংগ্রহ

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ কৃষি ব্যাংক শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে ওই শাখা লকডাউন করা হয়েছে। একই সাথে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী জানান, ৯ জুন রাতে কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখার জ্যেষ্ঠ কর্মকর্তার (পুরুষ) প্রতিবেদন করোনা পজিটিভ আসে। এনিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ব্যাংক সংশ্লিষ্টদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ১০ জুন সকালে ব্যাংকের সকল কার্যক্রম সাময়িক বন্ধ করে ব্যাংকটি লকডাউন করা হয়। একই সাথে ওই শাখার ১১ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।