বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুই ভাইস চেয়ারম্যান, এলজিইডির উপজেলা প্রকৌশলীসহ উপজেলার ১০ জন কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে।
১০ জুন বেলা ১১টায় পৌর এলাকার মাঝ পাড়া গ্রামের ব্যবসায়ী প্রকৌশলী আল ইমরানের ব্যক্তিগত উদ্যোগে পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়।
প্রকৌশলী আল ইমরানের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের হাতে পিপিই বিতরণ করেন মাঝপাড়া চাষী ক্লাবের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তারেক। এর আগে বকশীগঞ্জ থানা পুলিশ, সাংবাদিক, পৌরসভার মেয়র, কাউন্সিলরদেরকে পিপিই দেন আল ইমরান।
এছাড়াও উপজেলা হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়।