বকশীগঞ্জে দুঃস্থ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের বিনামূল্যে মাস্ক বিতরণ

দুঃস্থ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিরচর মৌলভীপাড়া দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৬০টি মাস্ক বিতরণ করা হয়েছে। ৮ ও ৯ জুন বিভিন্ন ইউনিয়নের অসহায়, কর্মহীন ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে মাস্কগুলো বিতরণ করেন ওই প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক খাইরুল ইসলাম।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীরা মাস্ক তৈরির উদ্যোগ নেন।

মৌলভীপাড়া দুঃস্থ, প্রতিবন্ধী কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষকদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় বিতরণের লক্ষ্যে ৩ হাজার ২০০টি মাস্ক তৈরি করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ৯ জুন ২৬০টি মাস্ক বিতরণ করা হয়।