জামালপুরে প্রধানমন্ত্রীর ৭ লাখ ২০ হাজার টাকার চেক পেল ২০ জন অস্বচ্ছল ব্যক্তি
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ২০ জন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭ লাখ ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ৮ জুন সকালে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন অস্বচ্ছল ব্যক্তিদের হাতে এ চেক তুলে দেন। জামালপুর পৌরসভার খেজুরতলায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ চেক বিতরণের আয়োজন করা হয়।
তাদের মধ্যে ৫০ হাজার টাকা করে আটজন, ৩০ হাজার টাকা করে আটজন এবং চারজনকে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা করে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির জন্য আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে ৮ জুন জামালপুর সদরের বিভিন্ন এলাকার ২০ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আইনজীবী মো. সারোয়ার হোসেন মহান, সদস্য সানোয়ার হোসেন সবুজ, যুবলীগ নেতা আয়নল হক, কামরুল ইসলাম রতন ও জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মারুফ নাসিফ আকন্দসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।