বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস উপলক্ষে ১০০ অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে ৮ জুন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
অক্সফ্যাম বাংলাদেশের অর্থায়নে বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের রিকল ২০২১ প্রকল্পের উদ্যোগে মেরুরচর, সাধুরপাড়া ও নিলাখিয়া ইউনিয়নের ১০০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
প্রতিজনকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, সাবান, হুইল, মাস্ক ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।
মেরুরচর ইউনিয়নের মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা দেওয়ার সময় উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তার, ফিন্যান্স এন্ড লজিস্টিক কর্মকর্তা মিজানুর রহমান, এফএফ নাসরিন আক্তার, রাশেদ উর রহমান, জিয়াউর রহমান, সততা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।