জামালপুরে নতুন শনাক্ত ১৫, মোট ৩৫০, সুস্থ ১৫১, মৃত্যু ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় ৭ জুন নতুন করে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বকশীগঞ্জের তিনজন, ইসলামপুরের দুজন, দেওয়ানগঞ্জের একজন ও জামালপুর সদর উপজেলার নয়জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫০ জন।

সূত্র জানায়, ৭ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জামালপুর জেলার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হলে চার উপজেলায় ১৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, পোশাককর্মী, রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক রয়েছেন। এর আগে শনাক্ত হওয়া একজন করোনা রোগীর পরিবারের তিনজন আক্রান্ত হয়েছেন।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, জেলার সাত উপজেলায় মোট ৩৫০ জন করোনার রোগীর মধ্যে ১৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।