বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সোসিও ইকোনমিক এমপাওয়ারমেন্ট উইথ ডিগনিটি অ্যান্ড সাসটাইনাবিলিটি (সিডস) প্রকল্পের উদ্যোগে নথিপত্র সংরক্ষণ ও তহবিল ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ৭ জুন অনুষ্ঠিত হয়েছে।
স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের অর্থায়নে সাধুরপাড়া ইউনিয়নের জোনাইয়েরচর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের ওই প্রশিক্ষণ পরিচালনা করেন সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম।
সিডস প্রকল্পের বিভিন্ন দলের ২৪ জন নারী নেত্রী প্রশিক্ষণে অংশ নেন।