দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে হাত ধোয়ার বেসিন উদ্বোধন
বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে রেলযাত্রীদের মধ্যে করোনাভাইরাস বিস্তার রোধে সাবান দিয়ে হাত ধুয়ে গাড়িতে উঠার সুবিধার্থে স্থায়ী বেসিন স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এটি স্থাপন করা হয়।
৭ জুন দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসিন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুলতানা রাজিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল হাসান তমাল ও ভারপ্রাপ্ত রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল বাতেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন তিস্তা যাত্রীদের উদ্দেশে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইইডিসিআর নির্দেশনা মতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ট্রেনে উঠার আগে ২০ সেকেন্ড সবাইকে সাবান দিয়ে হাত ধুয়ে গাড়িতে উঠতে হবে।