বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৭ জুন সাপের কামড়ে দেওয়ানগঞ্জ আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী রেনুকা আক্তারের (১৮) মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর গ্রামের সাজু মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রেনুকা আক্তার ৭ জুন সকালে বাড়ির পাশে পাট ক্ষেত দিয়ে যাওয়ার সময় বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। বাড়িতে গিয়ে তার স্বজনদের জানালে প্রথমে তাকে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা করা হয়। তার অবস্থার অবনতি হলে দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন