ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার জামালপুরে মানসম্মত শিক্ষা অর্জনে সিডসের মতবিনিময় সভা জননিরাপত্তাকে আস্থার জায়গায় নিতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ বাংলাদেশে আসতে পারছেন না কলকাতার শিল্পীরা বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি কমেছে ২৮ শতাংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্য নিয়ে ১৯ সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকায় সরকারি মাধ্যমিক শিক্ষক লাঞ্ছিত, জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে জামালপুরে মানববন্ধন

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি নিচ্ছেন নদী পাড়ের মানুষ

বন্যার আগাম প্রস্তুতি নিতে নৌকা তৈরি করছেন বিভিন্ন গ্রামের মানুষ। ছবি : বাংলারচিঠিডটকম

বন্যার আগাম প্রস্তুতি নিতে নৌকা তৈরি করছেন বিভিন্ন গ্রামের মানুষ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত বছরের মত এবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বর্ষণে বিপাকে পড়েছেন কৃষক। বৃষ্টির কারণে এসব কৃষক গোখাদ্যের জন্য খড় শুকাতে না পারায় সংরক্ষণ করতে পারছেন না। ফলে আগামী দিনে গোখাদ্যের সঙ্কট নিয়েও দুশ্চিন্তা রয়েছে।

এদিকে এতোকিছুর পরও বন্যার আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন দুর্যোগপ্রবণ নিম্নাঞ্চল ও নদী পাড়ের মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর মে থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বকশীগঞ্জ উপজেলায় প্রবল বন্যা দেখা দেয়। বন্যার কারণে মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হয়ে পড়ে। প্রতিকূল পরিস্থিতিতে এ এলাকার মানুষকে বরাবরই বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে হয়। অনেক সময় অসময়েও বন্যার প্রাদুর্ভাব দেখা দেয় এ এলাকায়। এ কারণে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে প্রকৃতির সাথে চলতে চলতে তারা অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছেন জানান দুর্যোগপ্রবণ এলাকার মানুষ।

বকশীগঞ্জ উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ ও দশানী নদী বেষ্টিত বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে এবার উল্টো চিত্র। এবার এসব এলাকার মানুষ তাদের চিন্তা ধারা বদলে ফেলেছেন। বন্যা মোকাবেলায় ব্যক্তিগত ভাবেই তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

আবার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় তারা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন।

গত বছরের ভয়াবহ বন্যার পর মানুষের মধ্যে সক্ষমতা অনুযায়ী সচেতনতা অনেকটাই বেড়ে গেছে। মেরুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা গেছে নিজেদের অর্থায়নে বন্যা মোকাবেলায় ভিটা উচুঁকরণ করা হয়েছে।

বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিত মেরুরচর, সাধুরপাড়া, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নের কয়েকশ পরিবার গত ১০ মাসে তাদের বাড়ির ভিটা উঁচু করেছেন। নিজ উদ্যোগ এবং বেসরকারি সংস্থা ইএসডিও’র সৌহার্দ্য-৩ কর্মসূচির উদ্যোগে ২৫২টি হতদরিদ্র পরিবারকে ভিটা উঁচু করে দেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য এবং মানুষের অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প নামে একটি প্রকল্প দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি নিয়ে মেরুরচর, সাধুরপাড়া, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছেন।

২০১৭ সালের অক্টোবর মাস থেকে এই এলাকায় দুর্যোগের ঝুঁকি কমানোসহ দুর্যোগ মোকাবেলায় মানুষের সক্ষমতা বৃদ্ধি জীবন জীবিকার মানোন্নয়ন এবং নারীর অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রামের মানুষকে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রশিক্ষণ, বন্যার সময় খাদ্য সঙ্কট দূর করতে ফুড ব্যাংক তৈরি করা হয়েছে। এই ফুড ব্যাংক বন্যার সময় খাদ্য সমস্যা দূর করতে অনেকটাই ভূমিকা রাখেন। আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই প্রকল্প মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন ভাবেই বন্যার আগাম প্রস্তুতি নিচ্ছেন নদী পাড় ও নিম্নাঞ্চলের মানুষ গুলো। তারা ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে ছোট ছোট নৌকা বানানো, ভাসমান চুলা তৈরি করা, শুকনো খাবার তৈরি করে রাখছেন।

অপরদিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগেও বন্যার সময় পর্যবেক্ষণ, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো ও ত্রাণ কার্য সম্পন্ন করার জন্য নৌকা তৈরি করছেন। বন্যার আগাম প্রস্তুতি হিসেবে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আল বাবু একটি বড় নৌকা তৈরি করছেন বলে তিনি জানিয়েছেন।

বন্যার আগাম প্রস্তুতি নিয়ে কথা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান জানান, গত বছরের বন্যার সময় একটি নৌকা প্রস্তত করা আছে। সেটি এবারও ব্যবহার করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নদী ভাঙন এলাকায় নদী ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য একটি তালিকা তৈরি জন্য চেয়ারম্যানদের শিগগিরই চিঠি দেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পক্ষ থেকে নৌবাহিনীর সহযোগিতায় একটি প্রতিবন্ধি বান্ধব নৌকা প্রস্তুত করা হচ্ছে। বন্যার সময় যেন সহজেই প্রতিবন্ধীদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তাদের সড়ানো যায়। বন্যার প্রকোপ শুরু হলেই সেটি হস্তান্তর করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাবের অভিযান : লক্ষ্মীরচরের ইউপি সদস্য আছান হত্যা মামলার পলাতক আসামি লাইজু গ্রেপ্তার

বকশীগঞ্জে বন্যার আগাম প্রস্তুতি নিচ্ছেন নদী পাড়ের মানুষ

আপডেট সময় ১০:৩১:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
বন্যার আগাম প্রস্তুতি নিতে নৌকা তৈরি করছেন বিভিন্ন গ্রামের মানুষ। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গত বছরের মত এবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বর্ষণে বিপাকে পড়েছেন কৃষক। বৃষ্টির কারণে এসব কৃষক গোখাদ্যের জন্য খড় শুকাতে না পারায় সংরক্ষণ করতে পারছেন না। ফলে আগামী দিনে গোখাদ্যের সঙ্কট নিয়েও দুশ্চিন্তা রয়েছে।

এদিকে এতোকিছুর পরও বন্যার আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন দুর্যোগপ্রবণ নিম্নাঞ্চল ও নদী পাড়ের মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি বছর মে থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বকশীগঞ্জ উপজেলায় প্রবল বন্যা দেখা দেয়। বন্যার কারণে মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হয়ে পড়ে। প্রতিকূল পরিস্থিতিতে এ এলাকার মানুষকে বরাবরই বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে হয়। অনেক সময় অসময়েও বন্যার প্রাদুর্ভাব দেখা দেয় এ এলাকায়। এ কারণে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে প্রকৃতির সাথে চলতে চলতে তারা অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছেন জানান দুর্যোগপ্রবণ এলাকার মানুষ।

বকশীগঞ্জ উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ ও দশানী নদী বেষ্টিত বিভিন্ন গ্রামে ঘুরে দেখা গেছে এবার উল্টো চিত্র। এবার এসব এলাকার মানুষ তাদের চিন্তা ধারা বদলে ফেলেছেন। বন্যা মোকাবেলায় ব্যক্তিগত ভাবেই তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

আবার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় তারা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন।

গত বছরের ভয়াবহ বন্যার পর মানুষের মধ্যে সক্ষমতা অনুযায়ী সচেতনতা অনেকটাই বেড়ে গেছে। মেরুরচর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেখা গেছে নিজেদের অর্থায়নে বন্যা মোকাবেলায় ভিটা উচুঁকরণ করা হয়েছে।

বন্যা কবলিত এলাকা হিসেবে পরিচিত মেরুরচর, সাধুরপাড়া, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নের কয়েকশ পরিবার গত ১০ মাসে তাদের বাড়ির ভিটা উঁচু করেছেন। নিজ উদ্যোগ এবং বেসরকারি সংস্থা ইএসডিও’র সৌহার্দ্য-৩ কর্মসূচির উদ্যোগে ২৫২টি হতদরিদ্র পরিবারকে ভিটা উঁচু করে দেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য এবং মানুষের অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্প নামে একটি প্রকল্প দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি নিয়ে মেরুরচর, সাধুরপাড়া, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছেন।

২০১৭ সালের অক্টোবর মাস থেকে এই এলাকায় দুর্যোগের ঝুঁকি কমানোসহ দুর্যোগ মোকাবেলায় মানুষের সক্ষমতা বৃদ্ধি জীবন জীবিকার মানোন্নয়ন এবং নারীর অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন গ্রামের মানুষকে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রশিক্ষণ, বন্যার সময় খাদ্য সঙ্কট দূর করতে ফুড ব্যাংক তৈরি করা হয়েছে। এই ফুড ব্যাংক বন্যার সময় খাদ্য সমস্যা দূর করতে অনেকটাই ভূমিকা রাখেন। আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই প্রকল্প মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য গ্রাম ভিত্তিক সংগঠনের (সিবিও) মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও বিভিন্ন ভাবেই বন্যার আগাম প্রস্তুতি নিচ্ছেন নদী পাড় ও নিম্নাঞ্চলের মানুষ গুলো। তারা ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে ছোট ছোট নৌকা বানানো, ভাসমান চুলা তৈরি করা, শুকনো খাবার তৈরি করে রাখছেন।

অপরদিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগেও বন্যার সময় পর্যবেক্ষণ, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো ও ত্রাণ কার্য সম্পন্ন করার জন্য নৌকা তৈরি করছেন। বন্যার আগাম প্রস্তুতি হিসেবে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আল বাবু একটি বড় নৌকা তৈরি করছেন বলে তিনি জানিয়েছেন।

বন্যার আগাম প্রস্তুতি নিয়ে কথা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহবুব খান জানান, গত বছরের বন্যার সময় একটি নৌকা প্রস্তত করা আছে। সেটি এবারও ব্যবহার করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নদী ভাঙন এলাকায় নদী ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য একটি তালিকা তৈরি জন্য চেয়ারম্যানদের শিগগিরই চিঠি দেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের পক্ষ থেকে নৌবাহিনীর সহযোগিতায় একটি প্রতিবন্ধি বান্ধব নৌকা প্রস্তুত করা হচ্ছে। বন্যার সময় যেন সহজেই প্রতিবন্ধীদের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে তাদের সড়ানো যায়। বন্যার প্রকোপ শুরু হলেই সেটি হস্তান্তর করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর।