বকশীগঞ্জে প্রবাসী মোসাদ্দেকুর রহমানের অর্থায়নে বিনামূল্যে ৩ হাজারটি মাস্ক বিতরণ

আমেরিকা প্রবাসী মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুমের পক্ষে বগারচর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা মাস্ক বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৬ জুন বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বগারচর ইউনিয়নের বাসিন্দা আমেরিকা প্রবাসী মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুমের ব্যক্তিগত অর্থায়নে বগারচর ইউনিয়নে ৩ হাজারটি মাস্ক বিতরণ করা হয়।

আমেরিকা প্রবাসী মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুমের পক্ষে বগারচর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা সারমারা বাজার, নঈম মিয়ার বাজার, ধারারচর, রামরামপুর বাজার, বগারচর বাজার, নাড্ডার হাট, আলীরপাড়া মোড়সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী, ভ্যান, রিকশাচালক, অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালকদের মাস্ক বিতরণ করেন।

একই সঙ্গে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্যবিধি মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রচারণা চালানো হয়। এর আগে করোনা দুর্যোগে কয়েকশ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন এই প্রবাসী বাঙালি।