পাথালিয়ার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

পাথালিয়ার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়। ছবি : বাংলাচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের পাথালিয়া আমাদের গ্রাম আমাদের ভাবনা সংগঠনের উদ্যোগে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ স্থানীয় ৫০ জন শিক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা, মিষ্টি বিতরণ ও কলম উপহার দেওয়া হয়েছে। ৬ জুন বিকেলে পাথালিয়া পশ্চিমপাড়া সংগঠনটির কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে অন্যান্য শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার সামগ্রী পৌছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের গ্রাম আমাদের ভাবনা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরেফিন রাসেল মজনুর দিক নির্দেশনায় উপহার সামগ্রী বিতরণীতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসান আলী, ছামিউল হক, ফেরদৌস মিয়া, কালাম শেখ, আব্দুস সামাদ, রফিকুল ইসলাম, মো. জুয়েল হোসেন, লিটন মৃধা, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ উকিল, প্রচার সম্পাদক সুমন মাহমুদ, সদস্য খুরশেদ, সাদ্দাম, সেলিম প্রমুখ।