সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও স্বাস্থ্যকর্মীসহ ছয়জন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১১৪ জন করোনা শনাক্ত হলেন। ৪ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফল উদ্বৃত করে ছয়জন করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন করোনা ফোকাল পার্সন চিকিৎসক মোবারক হোসেন।
চিকিৎসক মোবারক জানান, করোনা শনাক্তদের মধ্যে দুইজনের বাড়ি সদর উপজেলায়। আর অন্য চারজনের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়। এ পর্যন্ত করোনা শনাক্তদের মধ্যে ৫৮ জন সুস্থ হয়েছেন। আর একজন মারা গেছেন। এছাড়া বাকি ৫৫ জন করোনা শনাক্ত রোগী চিকিৎসকদের পরামর্শে কেউ কেউ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। যারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের প্রত্যকের বাড়ি লকডাউন করে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ব্যাংক কর্মকর্তা করোনা শনাক্ত হওয়ায় তিনি যে ব্যাংকে কর্মরত আছেন সেখানকার প্রত্যক কর্মকর্তা ও কর্মচারীর করোনা নমুনা সংগ্রহ করা হবে ৬ জুন।