সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাফি মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ জুন বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
হাফিজুর রহমান জানান, তার ছেলে রাফি মিয়া ৫ জুন বিকেলে বাড়ির উঠানে বৃষ্টিতে অন্যান্য শিশুদের সাথে খেলছিল। সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়। কিছুক্ষণ পর রাফিকে পানিতে ভাসতে দেখা যায়। তাকে পানি থেকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।