ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা গাজায় ‘দীর্ঘ যুদ্ধের’ জন্য প্রস্তুত হামাস শেরপুরের জেল পলাতক ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ফিরোজ র‌্যাবের হাতে গ্রেপ্তার মহানবী (সা.) এর পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ : ধর্ম উপদেষ্টা জামালপুরে জেসিসিআই’র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল জামালপুরে অতিথি লিমিটেডের ইউজার প্রেজেন্টেশন যানজট সমস্যার সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৮ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ ট্রাম্প হত্যা প্রচেষ্টার সন্দেহভাজনের নাম প্রকাশ

জামালপুরে দুই মাসে করোনাভাইরাসে আক্রান্ত ৩০৪, মৃত্যু ৪, সুস্থ ১৩২

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এদিন একদিনে সর্বোচ্চ ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে গত দুই মাসে জেলায় করোনার রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন, মারা গেছেন চারজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন। জেলার সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস ৪ জুন সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বাংলারচিঠিডটকমকে জানান, ৩ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জামালপুরের একদিনে রেকর্ড সংখ্যক ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার মধ্যে ৩ জুন রাতে প্রথম দুই ব্যাচের প্রতিবেদনে জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

৩ জুন মধ্যরাতে রাতে আরেকটি ব্যাচের নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় আরো ৩২ জনের করোনা পজিটিভ রোগী যুক্ত হয়। পরের ব্যাচে আসা প্রতিবেদনে জামালপুর জেলা প্রশাসনের একজন নির্বাহী হাকিম ও ইসলামপুরের একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। একদিনে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৫১ জনের মধ্যে জেলার ইসলামপুর উপজেলায় ১৭ জন, বকশীগঞ্জে ১৫ জন, সদরে আটজন, সরিষাবাড়ীতে পাঁচজন, দেওয়ানগঞ্জে তিনজন, মাদারগঞ্জে দু’জন ও মেলান্দহ উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে আক্রান্তদের কয়েকজনকে প্রাতিষ্ঠানিক ও বাকিদের হোম আইসোলেশনের আওতায় এনেছেন।

চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে আরও জানান, গত ৫ এপ্রিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে প্রথম এক যুবকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ৩ জুন পর্যন্ত দুই মাসে জেলার সাতটি উপজেলায় ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জামালপুর সদর উপজেলায় ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া ইসলামপুরে ৫৪ জন, মেলান্দহে ৫৩ জন, বকশীগঞ্জে ৩৯ জন, সরিষাবাড়ীতে ২৭ জন, দেওয়ানগঞ্জে ২৪ জন ও মাদারগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত দুই নারীসহ করোনায় মারা গেছেন চারজন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানি বাংলাদেশকে ১শ’ কোটি ইউরো দেবে : রিজওয়ানা

জামালপুরে দুই মাসে করোনাভাইরাসে আক্রান্ত ৩০৪, মৃত্যু ৪, সুস্থ ১৩২

আপডেট সময় ০৮:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এদিন একদিনে সর্বোচ্চ ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে গত দুই মাসে জেলায় করোনার রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন, মারা গেছেন চারজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন। জেলার সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস ৪ জুন সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বাংলারচিঠিডটকমকে জানান, ৩ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জামালপুরের একদিনে রেকর্ড সংখ্যক ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার মধ্যে ৩ জুন রাতে প্রথম দুই ব্যাচের প্রতিবেদনে জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

৩ জুন মধ্যরাতে রাতে আরেকটি ব্যাচের নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় আরো ৩২ জনের করোনা পজিটিভ রোগী যুক্ত হয়। পরের ব্যাচে আসা প্রতিবেদনে জামালপুর জেলা প্রশাসনের একজন নির্বাহী হাকিম ও ইসলামপুরের একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। একদিনে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৫১ জনের মধ্যে জেলার ইসলামপুর উপজেলায় ১৭ জন, বকশীগঞ্জে ১৫ জন, সদরে আটজন, সরিষাবাড়ীতে পাঁচজন, দেওয়ানগঞ্জে তিনজন, মাদারগঞ্জে দু’জন ও মেলান্দহ উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে আক্রান্তদের কয়েকজনকে প্রাতিষ্ঠানিক ও বাকিদের হোম আইসোলেশনের আওতায় এনেছেন।

চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে আরও জানান, গত ৫ এপ্রিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে প্রথম এক যুবকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ৩ জুন পর্যন্ত দুই মাসে জেলার সাতটি উপজেলায় ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জামালপুর সদর উপজেলায় ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া ইসলামপুরে ৫৪ জন, মেলান্দহে ৫৩ জন, বকশীগঞ্জে ৩৯ জন, সরিষাবাড়ীতে ২৭ জন, দেওয়ানগঞ্জে ২৪ জন ও মাদারগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত দুই নারীসহ করোনায় মারা গেছেন চারজন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন।