বকশীগঞ্জে যুব মহিলা লীগ সভাপতির সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য জহুরা বেগম।
২ জুন বিকাল সাড়ে ৫ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুঝড়ি গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে জহুরা বেগম বলেন, স্বাধীনতার পর থেকে তার নিজ গ্রাম বালুঝড়ি এলাকায় বিদ্যুতের আলো জ্বলেনি। তিনি নিজ প্রচেষ্টায় স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করেছেন।
কিন্তু একটি মহল তার বিরুদ্ধে টাকার বিনিময়ে বিদ্যুৎ এনে দেওয়ার বিষয়টি সামনে এনে ফেসবুকে অপপ্রচার চালান।
এরই প্রতিবাদে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানান।