বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায়, দুঃস্থ ও কর্মহীন নারীদের মাঝে ৩ জুন দুপুর ১২টায় অনুদান বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজ কল্যাণ পরিষদের বরাদ্দের অর্থ থেকে ১৫০ জন নারীকে দুই হাজার টাকা করে মোট তিন লাখ টাকা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুদান বিতরণকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাবিবুর রহমান ও সহকারী গ্রন্থাগারিক মাহমুদা বেগম উপস্থিত ছিলেন।