শুরু হলো শরিফপুর আলিম মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ

শরিফপুর আলিম মাদরাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার শরিফপুর আলিম মাদরাসার চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ২ জুন দুপুরে এ মাদরাসার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদরাসাটির সভাপতি বিজু আহাম্মেদ ও শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসাটির সহসভাপতি মো. কোরবা আলী, মুক্তিযোদ্ধা চিকিৎসক মেরাজুল হক, ইসমাইল হোসেন, শরিফপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, শরিফপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বিন্দু, মো. শামিম মিয়া, শরিফপুর আলিম মাদরাসার সুপার মাওলানা মো. উমর ফারুক, জেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করা হবে। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।