ইসলামপুরে যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

যমুনা পাড়ের হত দরিদ্রদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা পাড়ের হতদরিদ্রেদের মাঝে ত্রাণ বিতরণ করেছে থানা পুলিশ। ৩১ মে বিকেলে বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া।

এসময় জেলা পরিষদের সদস্য ওয়ারেছ আলী, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, তদন্ত কর্মকর্তা আনছার উদ্দিনসহ থানা পুলিশের অন্যন্যা সদস্যরা উপস্থিত ছিলেন।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া জানান, জামালপুর জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম বারের দিক নির্দেশনায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নসহ যমুনা পাড়ের বেলগাছা ও চিনাডুলী ইউনিয়নের হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ও পৌরসভায় ৫৩৮ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এই ত্রাণ বিতরন করা হবে।