বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১ জুন সকালে উপজেলা খাদ্য গুদামে ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩৬ টাকা কেজি হিসাবে ১৫ হাজার ৫৯ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে এবং ২৬ টাকা কেজি হিসাবে ১ হাজার ৬০২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। ধান-চাল সংগ্রহ অভিযান ৩০ আগস্ট পর্যন্ত চলবে।
ধান-চাল সংগ্রহ অভিযানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জয়কৃষ্ণ গুপ্ত, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল মালেক, আওয়ামী নেতা শফিউল হক মান্না, জাফর আলী মিস্টি, মোস্তাফিজুর রহমান চানসহ কৃষক ও মিল মালিকরা।