জামালপুর ও শেরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুর ও শেরপুরে পৃথক অভিযান চালিয়ে ১৮০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। র্যাবের আভিযানিক দল ৩১ মে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা গেছে, র্যাবের জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ৩১ মে দুপুর পৌনে দুটার দিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভবসুর পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের ছিনু মিয়ার বসতবাড়ির দক্ষিণ পাশের পাঁকা রাস্তা থেকে হাতেনাতে মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে (৩০) আটক করা হয়। তিনি উপজেলার চরভবসুর পূর্বপাড়া গ্রামের মো. মক্কর আলীর ছেলে।
আটক মাদক কারবারির কাছ থেকে ২৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৮০০ টাকা মাত্র।
অপরদিকে র্যাবের জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ৩১ মে রাত সোয়া আটটার দিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই বাজারে মোতালেব হোসেন বাবুলের ওষুধের দোকানের সামনে রাস্তা থেকে হাতেনাতে মাদক কারবারি মো. কায়েস আহম্মেদকে (৪০) আটক করা হয়। তিনি ঝিনাইগাতী বাজার এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
আটক মাদক কারবারির কাছ থেকে ১৫৪টি ইয়াবা বড়ি, দুটি মোবাইল সেট ও নগদ ৫৪০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ২০০ টাকা মাত্র।
আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
র্যাবের জামালপুর ক্যাম্পের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।