নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ নকলায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফ এম মোবারক আলী, প্রকল্পটির ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক ট্রেনিং কো-অর্ডিনেটর কৃষিবিদ শাহজাহান সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা কষিবিদ পরেশ চন্দ্র দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন দেবনাথ ও রেজাউল করিমসহস্থানীয় কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
উক্ত মাঠ দিবসে বোর ধানের ব্রি ধান-৮৬ জাতের উপরে বক্তারা আলোচনা করেন। এর উৎপাদন কি ভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়েও কৃষক/কৃষাণীদের পরামর্শ দেওয়া হয়।