নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৩৪ জন মুদ্রণশিল্প শ্রমিককে খাদ্য সহায়তা দিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন।
৩০ মে সকালে জামালপুর শহরের সিংহজানি উচ্চ বিদ্যালয় সড়কে পারুল প্রিন্টিং প্রেসের নামনে জেলা মুদ্রণশিল্প শ্রমিকদের মাঝে পুলিশ সুপারের দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল ও মুদ্রণ শিল্প সমিতির সাধারণ মোস্তফিজুর রহমান কাজল।