বকশীগঞ্জে স্বাস্থ্যকর্মীরা পেল প্রকৌশলী ইমরানের মাস্ক

বকশীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন প্রকৌশলী আল ইমরান। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় পুলিশ, সাংবাদিকের পর এবার উপজেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মাঝে উন্নত মানের মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে।

স্থানীয় মাঝপাড়া গ্রামের তরুণ ব্যবসায়ী ও প্রকৌশলী আল ইমরান তার ব্যক্তিগত উদ্যোগে ৩০ মে বেলা ১১টায় উপজেলা হাসপাতালে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দীর হাতে সকল স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস তুলে প্রকৌশলী আল ইমরান।

হ্যান্ড গ্লাভস ও মাস্ক হস্তান্তরকালে মাঝপাড়া চাষী ক্লাবের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তারেকসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা হাসপাতালের প্রবেশ পথে নিজ অর্থায়নে জীবাণুনাশক টানেল স্থাপনের ঘোষণা দেন আল ইমরান।

এর আগে উপজেলায় কর্মরত সাংবাদিক ও ৭০ জন পুলিশ সদস্যকে পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক ও জুতার কাভার (ফুল পিপিই) বিতরণ করেন আল ইমরান।