সরিষাবাড়ীতে গাছ থেকে পড়ে প্রাণ হারালো শিশু
সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আম গাছ থেকে পড়ে আরিফ মিয়া (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩০ মে বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আলম ভূইয়ার ছেলে আরিফ মিয়া। ৩০ মে বিকাল ৩টার দিকে আরিফ তাদের নিজ বাড়ির উঠানে আম গাছে উঠে আম পাড়ার জন্য। এ সময় গাছের ডাল ভেঙে বাড়ির বাথরুমের ছাদের উপরে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফের মা পারভীন বেগম এ প্রতিবেদককে বলেন, আমার ছেলে আম পাড়তে উঠেছিল গাছে। গাছের ডাল ভেঙে বাথরুমের উপর পড়ে মারা গেলো। হাসপাতালে আনার পরও বাবাকে বাঁচাতে পারলাম না।