বকশীগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন তাঁতীলীগের নেতৃবৃন্দ
বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ।
উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক এমডি রাকি বিল্লাহর নেতৃত্বে তাঁতীলীগের নেতৃবৃন্দ ২৯ মে পৌর এলাকার ঘোষপাড়া ও তোকিরপাড়া গ্রামের কৃষক সাদা মিয়া ৬৬ শতাংশ এবং চাঁন মিয়ার ২৫ শতাংশ জমির ধান কেটে দেন।
ধান কাটা কর্মসূচিতে উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব শহিদুর রহমান লিপন, যুগ্মআহ্বায়ক আমির ফয়সাল, পৌর তাঁতীলীগের আহ্বায়ক মিলন মিয়া, সদস্য সচিব সোহেল রানা, সদর ইউনিয়নের আহ্বায়ক মমিন মিয়া, মেরুরচর ইউনিয়নের যুগ্মআহ্বায়ক রাজিব মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ অংশ নেন।