বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ বাগানে গাঁজার গাছ (চারা) ও গাঁজা বিক্রির সময় পুলিশের হাতে গাঁজা ক্রেতা ও বিক্রেতা আটক হয়েছেন।
২৯ মে সকাল ৯টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৬৫) ও স্বপন মিয়া (৩৫) নামে ওই গাঁজা ক্রেতা ও বিক্রেতাকে আটক করেন। আটক নুরুল ইসলাম নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে। অপরজন একই ইউনিয়নের দিকপাড়া গ্রামের আবু কালামের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর ভাটিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের নিজ বাগানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ৭৮০টি গাঁজার চারা গাছ ও ৫০ গ্রাম গাঁজা বিক্রি করার সময় পুলিশ তাকে আটক করে। এ সময় গাঁজা ক্রয় করার সময় ৫০ গ্রাম গাঁজাসহ স্বপন মিয়াকেও আটক করা হয়।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক নুরুল ইসলাম ও স্বপন মিয়াকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।