সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক হাঁস খামারীর মৃত্যু হয়েছে। তার নাম তোফায়েল আলম (৩০)। এ সময় আজিজুল হক (৫০) নামে একজন আহত হয়েছেন। তিনি সম্পর্কে নিহতের শ্বশুর। ২৭ মে বিকেলে উপজেলার কিল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল ওই গ্রামের নজি ফকিরের ছেলে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ২৭ মে বিকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ বৃষ্টির মধ্যে তোফায়েল তার শ্বশুর আজিজুল হককে সাথে নিয়ে খামারের বাইরে থাকা হাঁসগুলো আনতে বাড়ির বাইরে বের হন। এসময় আকস্মিক বজ্রপাতের ঘটনায় তোফায়েলের মৃত্যু। আর গুরুত্বর আহত হন আজিজুল। পরে স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।