ইসলামপুরের ইউএনওসহ জামালপুর জেলায় আরও ১৩ জনের করোনা শনাক্ত
বাংলারচিঠিডটম
সূত্র জানায়, ২৫ মে জামালপুরের চারটি উপজেলায় ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের এবং ময়মনসিংহ পিসিআর ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় দু’জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলায় পাঁচজন, ইসলামপুর উপজেলায় তিনজন, দেওয়ানগঞ্জ উপজেলায় একজন এবং জামালপুর সদর উপজেলায় চারজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
সরিষাবাড়ী উপজেলায় পাঁচজনের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকার এক ব্যক্তি (৪৫), মাইজাবাড়ি গ্রামে গাজিপুর থেকে আসা এক যুবক (২২), বলারদিয়ার গ্রামের একজন (৩৭) ও ফুলবাড়িয়া গ্রামের এক নারী (৪২) এবং পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের এক ব্যক্তি (৩৫) করোনায় আক্রান্ত হয়েছেন।
ইসলামপুর উপজেলায় তিনজনের মধ্যে ইসলামপুরের ইউএনও (৩২), গোয়ালেরচর ইউনিয়নের পোড়ারচর কমিউনিটি ক্লিনিকের একজন নারী স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) সাড়ে তিন বছর বয়সের এক ছেলেশিশু এবং ইসলামপুর পৌরসভার কিংজাল্লা গ্রামে ঢাকা থেকে বাড়িতে আসা একজন ব্যবসায়ীর (২৮) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে সাত বছর বয়সের এক শিশু। সে এর আগে আক্রান্ত দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালের একজন ডিপ্লোমা চিকিৎসকের (স্যাকমো) ছেলে।
জামালপুর সদর উপজেলায় চারজনের মধ্যে ঘোড়াধাপ ইউনিয়নের ৬০ বছর বয়সের এক নারী এবং তার এক নাতি (১৬), মেষ্টা ইউনিয়নের এক যুবক (২৫) এবং দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী গ্রামে নায়রণগঞ্জ থেকে বাড়িতে আসা এক যুবকের (৩০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, নতুন করে আক্রান্ত সরিষাবাড়ী উপজেলার একজন নারীসহ পাঁচজন, দেওয়ানগঞ্জের এক শিশু এবং জামালপুর সদরের চারজনের মধ্যে তিনজনকে প্রাতিষ্ঠানিক আইনোলেশন সেন্টারে ভর্তির প্রক্রিয়া চলছে। এছাড়া জামালপুর সদরের একজন ও ইসলামপুরের ইউএনওসহ তিনজনকে তাদের বাসা-বাড়িতে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত হয়েছে। নতুন করে আক্রান্ত এই ১৩ জনের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হবে।