সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে দুই পুলিশ সদস্যসহ তিনজন করোনা শনাক্ত হয়েছেন। ২৪ মে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ইউনিটের ফলাফলের বরাত দিয়ে ওই তথ্য নিশ্চিত করেন করোনা সংক্রান্ত তথ্য নিশ্চিতকারী কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন।
তিনি জানান, আক্রান্ত দুই পুলিশ সদস্যের মধ্যে একজন জেলা বিশেষ শাখা (ডিএসবি) এবং অপরজন পুলিশ লাইন্সে কর্মরত। তারা দু’জনেই এখন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। আরেক করোনা শনাক্তের বাড়ি সদর উপজেলার কসবা এলাকায়। তিনি এখন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ৮০ জন করোনা শনাক্ত হলেন। আর ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।