সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরে ধানের আটি নিয়ে বিবাদের জের ধরে প্রতিপক্ষের পিটুনিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতের নাম হৃদয় (২৭)। ২৩ মে দিবাগত রাত একটায় জামালপুর জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদয় শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের দিকপাড়া এলাকার লালন মিয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে ২৪ মে দুপুরে জানান, ১৪ মে দিকপাড়ার নিজ বাড়িতে হৃদয় ও তার প্রতিবেশী চাচাতো ভাইয়ের বউদের সাথে নিয়ে উঠতি বোরো ধান মাড়াই করছিল। এবং ধান মাড়াই শেষে আটি বাড়ির আঙিনায় গুছিয়ে রেখে দিচ্ছিল। বিকালে মাড়াই কাজ শেষে ধানের আটি ভাগাভাগি নিয়ে চাচাতো ভাই বউদের সাথে তার (হৃদয়) বিবাদ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে বেধরক মারধর করে। এ ঘটনায় হৃদয় সজ্ঞাহীন হয়ে পড়ে। পরে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই চলে তার সেবা শুশ্রুষা। ২২ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাশর্^বর্তী জেলা জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে রাত একটায় তার মৃত্যু হয়।
মামলা এবং লাশের ময়নাতদন্তসহ আনুসঙ্গিক সকল আইনী পদক্ষেপ জামালপুর সদর থানা কর্তৃপক্ষ নিবেন বলে জানান ওসি।