ইসলামপুরে হতদরিদ্রদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৩ মে বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে ৫৩৮টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ইসলামপুর পৌরসভার প্যানেল মেয়র অংকন কর্মকারসহ থানা পুলিশের অন্যন্যা সদস্যরা।
উল্লেখ যে, গত ১৯ ও ২০ এপ্রিল তারিখে গুঠাইল বাজারের কালোজারির গুদাম থেকে ২৪ মেক্ট্রিক টন চাল জব্দ করেউপজেলা প্রশাসন। বিজ্ঞ আদালত জব্দ করা চাল হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম বারের দিক নির্দেশনায় পুলিশ হতদরিদ্রদের মাঝে এই চাল বিতরণ করেন।